
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল এখনও শেষ হয়নি। কিন্তু প্লে অফ থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন থেকেই পরবর্তী লক্ষ্য সেট করে ফেলেছেন কেএল রাহুল। ২০২৬ টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াই লক্ষ্য তাঁর। পরের বছর ভারতে হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। ২০২২ টি-২০ বিশ্বকাপে দেশের জার্সিতে শেষবার খেলেন রাহুল। তারপর সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকে বাদ পড়েন। তিনি মনে করেন, দল থেকে বাদ পড়ায় সাদা বলের এই ফরম্যাটে নিজেকে নতুন করে তৈরি করার সুযোগ পেয়েছেন। চলতি বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে সফল রাহুল। দল প্লে অফে না গেলেও, ১৩ ম্যাচে ৫৩৯ রান করেন তারকা ক্রিকেটার। স্ট্রাইক রেট ১৪৯.৭২। ছয় বছরে পাঁচবার ৫০০ রানের বেশি করলেন। দল প্লে অফে না গেলেও, রাহুলের ধারাবাহিকতা নজর কাড়ে। এবার কোনও রাখঢাক না করেই নিজের টার্গেট প্রকাশ্যে আনলেন।
রাহুল বলেন, 'আমি টি-২০ দলে ফিরতে চাই। আমার মাথায় বিশ্বকাপ ঘুরছে। তবে বর্তমানে আমি যেভাবে খেলছি, সেটা উপভোগ করতে চাই।' জানান, টি-২০ ক্রিকেট পরিবর্তনশীল। তাই নিয়মিত মানিয়ে নেওয়া জরুরি। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি সাদা বলের ম্যাচ নিয়ে ভাবার সময় পেয়েছি। আমি নিজের পারফরম্যান্সে খুশি। তবে ১৫ মাস বা ১২ মাস আগে আমার মনে হয়েছিল, খেলাটা আমাকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে। মনে হয়েছিল, টি-২০ বদলে যাচ্ছে। অনেক বেশি গতিশীল হয়ে যাচ্ছে।' এরপরই নিজের খেলার ধরণ বদলান রাহুল। বর্তমানে যে ছন্দে আছেন, টি-২০ বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। সামনেই ইংল্যান্ড সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দলে আছেন রাহুল। তবে পাখির চোখ টি-২০ বিশ্বকাপ।
বেঙ্গালুরুর জয়ে ধোনিকে ছাপিয়ে গেলেন জীতেশ, করলেন বিশেষ রেকর্ড
আইপিএল অতীত, ইংল্যান্ড সফরের আগে কী পরিকল্পনা পন্থের?
কামব্যাক শতরানেও স্বস্তি নেই, বড় শাস্তির কোপে পন্থ
রুদ্ধশ্বাস জয়ের পর বিরুষ্কার বিশেষ মোমেন্ট, মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কার কথায় অনুপ্রাণিত হয়ে ম্যাচ জেতানো ইনিংস? খোলসা করলেন বেঙ্গালুরুর অস্থায়ী অধিনায়ক
রেকর্ডের হ্যাটট্রিক কোহলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার ভিডিও
অবশেষে ফিরলেন রানে, ঐতিহাসিক শতরানের পর মাঠেই ডিগবাজি পন্থের
টসে একী কাণ্ড! পন্থদের বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন কোহলিদের অস্থায়ী নেতা
পাঞ্জাবের কাছে হারের পর হার্দিককে তুলোধোনা, কেন এতো চটলেন বীরু?
চেন্নাইয়ের সবচেয়ে জঘন্য আইপিএল, এখনও মন কাঁদে অশ্বিনের
'কোথায় এমন লেখা আছে?,' কেকেআর অধিনায়ককে তুলোধোনা বীরুর
আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত
'ও কি আদৌ ফিট?' ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে ঘিরে তুলকালাম